যুক্তরাষ্ট্রে থেকে ফিরতে বাধ্য হচ্ছেন রাজনৈতিক আশ্রয় চাওয়া ১৫০ বাংলাদেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপের ফলে যে কোনো সময় ফিরতে হচ্ছে তাদের।
এর আগে গত ২৫ জুন ৮৩ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ঢাকায় পাঠিয়ে দেয় ট্রাম্প সরকার। মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো সীমান্ত অতিক্রমের পর তারা যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।
এলডিপির কয়েকজন বাদে সবাই নিজেদের বিএনপি, যুবদল কিংবা ছাত্রদলের সংগঠক হিসেবে উপস্থাপন করেছেন। তাদের প্রায় সবাই উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার্স ডিগ্রিধারী।
এসাইলাম ইন্টারভিউ শেষে তাদেরকে টেক্সাস, আরিজোনা এবং আলাবামা স্টেটে রাখা হয়েছে। খুব কম সংখ্যক রয়েছেন নিউজার্সি এবং ফ্লোরিডায়।
এর মধ্যে বেশ ক’জন প্যারলে মুক্তি পেলেও বাকিরা ইমিগ্রেশনের ডিটেনশন সেন্টারেই রয়েছেন। যারা এটর্নি নিয়োগসহ মামলা পরিচালনার সামার্থ্য রেখেছিলেন তারা অনেক আগেই প্যারলে মুক্তি পেয়ে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে কাজে যোগদান করতে পেরেছেন।