করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। মৃত্যুর মিছিল যেন দিনদিন বাড়ছে দেশটিতে। সর্বশেষ ১৭১ জন এই মরণব্যাধি ভাইরাসে মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ১১৩৫৪জন।
করোনাভাইরাসের ভয়াল থাবায় নিউইয়র্ক এখন সবচেয়ে বেশি আক্রান্ত। পুরো দেশটির মধ্যে এখানেই শুধু ৮মিলিয়নের মানুষের বসবাস। যার মধ্যে প্রায় চারশো হাজার বাংলাদেশিরা আছেন। তাই প্রবাসী কমিউনিটিতে উদ্বেগ, উৎকণ্ঠাও বাড়ছে। নিউইয়র্কে সর্বশেষ আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ২৯ জন।
এদিকে অনেকে তাদেরও মর্গেজ, লোন, ক্রেডিট-কার্ড বিল এবং বাসা-ভাড়া নিয়ে চিন্তিত। এ নিয়ে বৃহস্পতিবার আশার বাণী শোনালেন নিউইয়র্ক রাজ্য গভর্ণর ক্যুমো ।
নাগরিকদের অর্থনৈতিক প্রণোদনা হিসেবে ক্রেডিট কার্ড কোম্পানিগুলো বিলম্ব ফি মকুফ করছে। ক্রেডিট কার্ড ,বাড়ির মর্গেজ, বাড়ি ভাড়া- এসব নিয়ে ভাবনা না দুশ্চিন্তা করার জন্য নাগরিকদের বলা হচ্ছে। প্রতিটি নগর, রাজ্য ও ফেডারেল পর্যায়ে এসব উদ্বেগ মোকাবেলার জন্য নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নিয়ে কোন বিরূপ পদক্ষেপ না নেয়ার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। রাজ্য মেয়র বাড়ির মালিকদের জন্য ৯০ দিনের মর্গেজ লোন মওকুফ করেছেন। এছাড়া লেইট ক্রেডিট কার্ড বিল, ক্রেডিট রিপোর্ট স্থগিতরেও ঘোষণা দেন ক্যুমো।
নিউইয়র্কের বিভিন্ন এলাকায় ১৮ মার্চ পর্যন্ত অন্ততঃ ৯ জন বাংলাদেশি করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পারিবারিকভাবে এসব ভাইরাস আক্রান্তদের নাম পরিচয় প্রকাশ না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের পরিবারের সদসদের ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি।
অপরিদেক, নিউইয়র্ক সিটি ক্যাব ও উবার চালকদের জন্য বেশ কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে। ভাগাভাগি যাত্রী উঠা-নামা তথারাইড-শেয়ার (পুল-কল) বন্ধ করা হয়েছে। তবে, উবার ইট কিংবা উবার-এক্স’সহ অন্যান্য পরিসেবা খোলা রেখেছে প্রতিষ্ঠানটি।
এদিকে প্রথম অস্থায়ী করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে নিউইয়র্ক সিটির স্ট্যাটেন্ট আইল্যান্ডে। সর্বসাধারণের জন্য টেস্টিং সুবিধাটি বৃহস্পতিবার সকাল থেকে সিভিউ এভিনিউর নিকটবর্তী সাউথ বিহেভিওরাল হেলথ সেন্টারের পার্কিং লটে পাওয়া যাবে।
আমেরিকার ন্যাশনাল গার্ড প্রয়োজনীয় যন্ত্রপাতি গত বুধবার ম্যানহাটনে নিয়ে এসেছে। কেন্দ্রটি চালানোর জন্য তারা প্রস্তুতি নিয়েছে। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। যে কোনো ব্যক্তি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই সেবা গ্রহণ করতে পারবেন।
সিটি মেয়র ব্লাজিও বলেন, আমি তাদের মেডিকেল দলগুলি পরিচালনা করব। সবার সহযোগিতা চাই। প্রকল্পটি কার্যকরভাবে এবং দ্রুতগতিতে সম্পন্ন করার ক্ষমতা একমাত্র মার্কিন সেনাবাহিনীর আছে।
তিনি বলেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আপনাকে 888-364-3065 নম্বরে যোগাযোগ করতে হবে। শিগগিরই শহরে কিছু ওয়াক-ইন সাইট খোলার পরিকল্পনা রয়েছে। এই কেন্দ্রটি নিউইয়র্ক সিটিতে প্রথম এবং নিউইয়র্ক রাজ্যে তৃতীয় স্থান। অন্য দুইটি হলো নিউ রোশেল, ওয়েস্টচেস্টার কাউন্টি এবং লং আইল্যান্ডের জোন্স বিচে।